Top 3 Free Traffic Sources

Top 3 Free Traffic Sources For any Website|ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর ৩টি শক্তিশালী প্ল্যাটফর্ম

ডিজিটাল দুনিয়ায় আপনার অনলাইন ব্যবসা বা ব্লগের সফলতার মূল চাবিকাঠি হলো ট্রাফিক। আজ আমরা এমন তিনটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেগুলো আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর ক্ষেত্রে অসাধারণ কার্যকর ভূমিকা রাখবে। আসুন, আমরা দেখি কীভাবে এই ওয়েবসাইট গুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারি!

🔥Getthit কি এবং কিভাবে কাজ করে?

Getthit হলো একটি ওয়েব ট্রাফিক এক্সচেঞ্জ ওয়েবসাইট, যেখানে আপনি অন্যান্যদের সাইট ভিজিট করে ক্রেডিট জমা করবেন, এবং সেই ক্রেডিট ব্যবহার করে আপনার সাইটে ট্রাফিক আনতে পারবেন। এই সাইটটি ব্যবহার করা একদম সহজ, আর মজার বিষয় হলো, এটি সম্পূর্ণ ফ্রি! এটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ফ্রিতে ট্রাফিক নিয়ে আসতে পারবেন।

Adsterra দিয়ে প্রথম দিন থেকে ইনকাম শুরু করুন সম্পূর্ণ ফ্রি তে |

কিভাবে একাউন্ট তৈরি করবেন?

অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার নাম, ইমেইল এবং একটি পাসওয়ার্ড দিয়ে Terms & Condition বক্সে টিক মার্ক দিয়ে সাইনআপ এ ক্লিক করুন।

সফটওয়্যার Download & Earn ক্রেডিট

অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এখন আপনাকে ট্রাফিক নেওয়ার জন্য কিছু ক্রেডিট Earn করতে হবে।

এটা করার জন্য আপনি আপনার ড্যাশবোর্ডে একটা অপশন পাবেন Download & Earn Hits নামে। ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করুন। যদি বুঝতে না পারেন তাহলে ওদের একটা ভিডিও দেওয়া আছে ভিডিও টা দেখে সফটওয়্যারটি ডাউনলোড করে সেটআপ করে নিন।

কিভাবে আপনার ওয়েবসাইটের ট্রাফিক আনবেন?

যদি আপনার ক্রেডিট Earn করা হয়ে যায়। তাহলে আপনার ড্যাশবোর্ড থেকে ওয়েবসাইট অপশনে ক্লিক করবেন। নিচের দিকে Scroll করলে আপনি দুইটি অপশন দেখতে পারেন।

একটি হচ্ছে My Domains দ্বিতীয়টি My Web URLs যদি আপনি দ্রুত ভিজিটর নিতে চান তাহলে My Domains সিলেক্ট করবেন আর স্লো চাইলে My Web URLs Select করবেন। আপনি সর্বোচ্চ চারটি করে URLs বা Domain অ্যাড করতে পারবেন।

যে ওয়েবসাইটে ভিজিটর নিতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা এড করে দিবেন। এবং নিয়মিত ভিজিটর পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সফটওয়্যার টা সর্বনিম্ন হলেও 15 মিনিট চালু রাখতে হবে।

🔥Supertraffic কি এবং কিভাবে কাজ করে?

আপনার যদি খুবই ভালো মানের ট্রাফিকের প্রয়োজন হয় তাহলে এই ওয়েবসাইটটি আপনাকে হতাশ করবে না। এটি একটি পেইড প্ল্যাটফর্ম, যেখানে আপনি GEO টার্গেটিং করে দর্শকদের কাছে পৌঁছাতে পারবেন খুব সহজে। পেইড প্লান নেওয়ার আগে ট্রায়াল ভার্সন টি ট্রাই করে দেখতে পারেন।

কিভাবে 1000 Visits Free নিবেন?

১০০০ ভিজিট ফ্রিতে নেওয়ার জন্য লিংকটিতে ক্লিক করুন Click here। এরপরে নিজের নাম ইমেইল যে দেশে থাকেন সে দেশের নাম এরপর মোবাইল নাম্বার দিয়ে Start Free Trial Project ক্লিক করুন।

আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক পাঠাবে লিংকটিতে ক্লিক করে ভেরিফাই করে নিবেন। এবং একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন এর পরেই আপনি এক হাজার ভিজিটর সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন।

🔥Like4Like কি এবং কিভাবে এখান থেকে ভিজিটর নিবেন?

এই ওয়েবসাইটটি মূলত সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টস ফলোয়ার্স নেওয়ার জন্য। তবে এটি ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটরও নিতে পারবেন এবং চাইলে আপনার সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্ট এবং ফলোয়ার্স নিতে পারবেন।

অ্যাকাউন্ট তৈরি করুন

এখানে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। লিঙ্কে ক্লিক করে আপনার ইমেইল , Username, পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করে ফেলুন।

এবং অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনার ইমেইলে একটা কনফারমেশন লিংক আসবে। লিংকটিতে ক্লিক করে কনফার্ম করে নিবেন।

যেভাবে Free ট্রাফিক নিবেন

ফ্রি ট্রাফিক নেওয়ার জন্য আপনার একাউন্টে লগইন করে আপনি ড্যাশবোর্ডে বেশ কিছু অপশন দেখতে পারবেন। সেখানে একটি হচ্ছে Free Credits ।

এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া থাকবে। এই সোশ্যাল মিডিয়া গুলোতে লাইক করে বা ভিজিট করে ফ্রি ক্রেডিট ইনকাম করতে পারবেন। এবং এই ক্রেডিট গুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য সম্পূর্ণ ফ্রিতে ভিজিটর নিতে পারবেন।

আপনার ওয়েবসাইটে ভিজিট নেওয়ার জন্য আপনার ড্যাশবোর্ডে আরো একটি অপশন পাবেন Add/Manage Pages নামে এরপরে Select Structure জায়গায় Websites Views Select করবেন।

আপনার ওয়েবসাইটের URL টা দিবেন এবং ছোট একটি ডেসক্রিপশন দিবেন। এরপর কত মিনিটের জন্য ভিজিটর চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন সর্বনিম্ন দুই ক্রেডিটে (78 Sec) Visit পাবেন।

এই তিনটি প্ল্যাটফর্ম প্রত্যেকটি ভিন্ন উপায়ে আপনার ওয়েবসাইটের ট্রাফিক আনতে সাহায্য করবে। আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক প্ল্যাটফর্ম বেছে নিন, আপনার আপনার জন্য শুভকামনা ধন্যবাদ!

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping