Site icon Amirul Islam YT

Adsterra দিয়ে কিভাবে অর্থ উপার্জন করবেন|How to earn money from adsterra

earn money from adsterra

আমরা যারা ব্লগিং বা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তাদের জন্য অনলাইনে আয়ের একাধিক উপায় রয়েছে। আজ আমি এমন এক প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো, যেটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি এবং যার মাধ্যমে আমি ভালো আয় করছি। প্ল্যাটফর্মটির নাম Adsterra। এটি একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক যা আমাদের মতো ব্লগারদের জন্য এক দারুণ আয়ের সুযোগ তৈরি করে।

Adsterra কি?

এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেন এবং আপনি যদি ওয়েবসাইটের মালিক হন, তাহলে আপনার সাইটে এই বিজ্ঞাপনগুলো প্রদর্শন করলেই আয় করতে পারবেন। এটা অনেকটা Google AdSense-এর মতো, তবে এখানে কয়েকটি ভিন্ন বিজ্ঞাপন ফরম্যাটও পাওয়া যায়, যেমন পপ-আন্ডার, ব্যানার, নেটিভ বিজ্ঞাপন ইত্যাদি।

Adsterra তে একাউন্ট খোলার নিয়ম

Adsterra তে সাইন আপ করাটা বেশ সহজ। ওদের ওয়েবসাইটে গিয়ে Publisher হিসাবে রেজিস্ট্রেশন করবেন।

একাউন্ট খুলতে যা যা লাগবে

  1. Email
  2. Full name
  3. Username
  4. Passowrd
  5. Messenger
  6. Payment Method

সাইন আপ করার পরে আপনার ইমেইলে একটা কনফার্মেশন ইমেইল আসবে লিংকটিতে ক্লিক করে আপনার ইমেইলটি কনফার্ম করে নিবেন।

এক্ষেত্রে একটা কথা বলতেই হয়—অনেকেই সাইন আপ করার পর সঙ্গে সঙ্গে অনুমোদন পান না। আমার সাইট অনুমোদন পেতে এক-দুই দিন সময় নিয়েছিল। অনুমোদন পেয়ে ইমেইল পেয়েছিলাম।

Adsterra earning proof

আমার থেকে ইনকাম করা শেখার আগে এটা জানা জরুরি যে আমি আদৌ ইনকাম করছি কিনা নিচে আমি আমার ইনকামের স্ট্যাটিসটিক্স দিচ্ছি আশা করি দেখে নেবেন

এটা আমার লাস্ট পেমেন্টের স্ক্রিনশট সর্বমোট আমি এই একাউন্ট থেকে ৩৫০০ ডলারের উপরে ইনকাম করেছি এটি শুধু আমার একটি অ্যাকাউন্ট আমি এরকম আনলিমিটেড অ্যাকাউন্ট ব্যবহার করি

Adsterra থেকে নতুনরা কিভাবে ইনকাম শুরু করতে পারবেন?

নতুন অবস্থায় যদি আপনি Adsterra থেকে ইনকাম করতে চান! তাহলে আপনাকে একটি ওয়েবসাইট বানাতে হবে|যে ওয়েবসাইট Adsterra এর মাধ্যমে মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারবেন|চিন্তা নেই ওয়েবসাইট তৈরি করতে আপনার কোন ধরনের টাকা-পয়সা খরচ করতে হবে না|

আমি আপনাদেরকে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা শেখাবো | সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি ব্লগার ব্যবহার করতে পারেন| গুগলে সার্চ করুন blooger.com প্রথম ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করুন| এবং একটি একাউন্ট তৈরি করে ফেলুন|

ব্লগারে আপনার একাউন্ট তৈরি করা হয়ে গেলে নতুন ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি প্রস্তুত|Create New Blog এ ক্লিক করুন এরপরে আপনি আপনার ওয়েবসাইটের যেই নাম দিতে চাচ্ছেন সেই নামটি দিবেন |

এরপরে আপনার ওয়েব এড্রেসটি দিবেন যে এড্রেসটি দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি আসবে|

ওয়েবসাইট তৈরি করা হয়ে গেলে আপনি Theme ক্লিক করবেন|এখানে আপনি অনেকগুলো থিম দেখতে পারবেন যেকোনো একটি থিম সিলেক্ট করে এপ্লাই করে নিবেন|

থিম সিলেক্ট করা হয়ে গেলে এখন আমাদেরকে আমাদের ওয়েবসাইটে এড বসাতে হবে |এড বসানোর জন্য আপনাকে Layout এ যেতে হবে Layoit থেকে অনেক ধরনের অপশন আপনি এখানে দেখতে পারবেন |তার মধ্যে একটা হচ্ছে Add a Gadget |

এখানে ক্লিক করলে HTML/JavaScript নামে একটা অপশন পাবেন |ক্লিক করে এড কোড গুলো সেখানে বসিয়ে দিবেন| তাহলে আপনার অ্যাড বসানো হয়ে যাবে এরকম আপনি যতগুলা অ্যাড বসাতে চান ততগুলো এড বসাতে পারবেন|

High-value ads For publishers

তাদের কাছে বিভিন্ন ধরনের এড ফরমেট আছে |যেগুলো ব্যবহার করে আপনি অনেক ভাল ইনকাম শুরু করতে পারবেন| তাদের অ্যাড ফরম্যাট গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে POPUNDER ফরমেট এই Add ফরমেটের দ্বারা আপনি সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন| এর পরেই যার অবস্থান সেটি হচ্ছে Social Bar Add Format |POPUNDER এর পরেই সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন এটির দ্বারা |এরপরে যথাক্রমে Banner Ads এবং Native Ads ব্যবহার করে ইনকাম করতে পারবেন|

কিভাবে ওয়েবসাইটে ভিজিটর আনবো

যখন আমি প্রথম আমার ওয়েবসাইট তৈরি করি, তখন আমার মনে হয়েছিল, “আচ্ছা, এটা তো আমি বানিয়েছি, এখন ভিজিটর আপনা থেকেই আসবে!” কিন্তু বাস্তবে সেটা তো আর হয় না। কয়েক দিন পরেও তেমন ভিজিটর আসছিল না। এরপর আমি বিভিন্ন কৌশল শিখেছি যেগুলো প্রয়োগ করে ধীরে ধীরে ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে পেরেছি। এখন আমি এই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, যাতে আপনারও সাফল্য পেতে সুবিধা হয়।

Top 3 Free Traffic Sources For any Website|ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর ৩টি শক্তিশালী প্ল্যাটফর্ম

১. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO): মনের মতো ভিজিটর পেতে একটা সেরা উপায়

SEO এমন একটা জাদু, যেটা সঠিকভাবে ব্যবহার করলে আপনার ওয়েবসাইট গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে চলে আসে। তবে এটা রাতারাতি হয় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সঠিক কীওয়ার্ড খোঁজার কাজটা একটু কঠিন হতে পারে, কিন্তু একবার আপনি পেয়ে গেলে, সেটা স্বর্ণের মতো! আরেকটা কথা, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন—এই টুকিটাকি গুলো ঠিকঠাক করলেই অনেক সুবিধা পাওয়া যায়।

২. সোশ্যাল মিডিয়া: ট্রাফিক বাড়ানোর জন্য সহজ উপায়

ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে আমি যখন আমার কন্টেন্ট শেয়ার করতে শুরু করলাম, দেখলাম ভিজিটর একটু একটু করে বাড়ছে। আমি একবার ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছিলাম এবং সেটা অনেকটা ভাইরাল হয়ে গেল। সেই দিনটা আমার জন্য অনেক বড় ছিল! সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলোতে যোগ দিয়ে আপনার কন্টেন্ট প্রচার করলে দ্রুত ফলাফল দেখতে পাবেন। ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কাজ করাও দারুণ উপায়। আপনার নিশে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে প্রচুর মানুষ আপনার সাইটে আসবে।

৩. ইমেইল মার্কেটিং: দীর্ঘমেয়াদী ভিজিটর আনার উপায়

ইমেইল লিস্ট গড়ে তোলার জন্য আমি প্রথমে ভেবেছিলাম, “কীভাবে শুরু করবো?” কিন্তু একবার শুরু করার পর দেখি, এটা সত্যিই কাজ করে। আমি একটি ফ্রি ই-বুক অফার করে আমার প্রথম ১০০ সাবস্ক্রাইবার পেয়েছিলাম। এরপর থেকে নিয়মিতভাবে নিউজলেটার পাঠানো শুরু করলাম। আপনি বিশ্বাস করবেন না, অনেক মানুষ ইমেইল থেকে ফিরে এসে আমার ব্লগ পড়ে এবং তাদের মতামতও দেয়!

৪. পেইড এডভার্টাইজিং: দ্রুত ফলাফলের জন্য সেরা

যদি আপনি তাড়াতাড়ি ট্রাফিক পেতে চান, তবে গুগল অ্যাডওয়ার্ডস বা ফেসবুক অ্যাড একটি দারুণ উপায়। আমি প্রথমে গুগল অ্যাড ব্যবহার করেছিলাম, এবং প্রথম দিনেই আমার ওয়েবসাইটে প্রচুর মানুষ এসেছিল। তবে এখানে একটা কথা মনে রাখার মতো, বাজেট ঠিকভাবে সেট করতে হবে, না হলে খুব দ্রুত খরচ বেড়ে যেতে পারে।

৫. গেস্ট পোস্টিং: আমার জন্য একটা বড় সাফল্য

আমি যখন প্রথম গেস্ট পোস্ট লেখা শুরু করলাম, তখন দেখলাম আমার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক আসা শুরু হলো এবং ট্রাফিকও বাড়তে লাগল। এটা আসলে একটা ‘win-win’ ব্যাপার। আপনি অন্যদের সাইটে গেস্ট পোস্ট লিখুন, এবং সেই পোস্টে আপনার সাইটের লিঙ্ক যুক্ত করুন। এতে তাদের সাইট থেকে ভিজিটররা আপনার সাইটে আসবে। একবার আমি একটা বড় ব্লগে গেস্ট পোস্ট করেছিলাম, এবং আমার ওয়েবসাইটে হঠাৎ করে প্রচুর ভিজিটর এসেছিল!

৬. মানসম্মত কন্টেন্ট: আপনার ভিজিটরদের ভালোবাসা পেতে হলে এর বিকল্প নেই

মানসম্মত কন্টেন্ট আসলে ভিজিটরদের ধরে রাখার সবচেয়ে বড় অস্ত্র। আমি দেখেছি, যতবারই ভালো কন্টেন্ট লিখেছি, ততবারই সেটার শেয়ার বেশি হয়েছে এবং ট্রাফিকও বেড়েছে। শুধু শব্দ দিয়ে নয়, মাঝে মাঝে ইনফোগ্রাফিক বা ভিডিও ব্যবহার করাও ভালো ফলাফল দেয়।

৭. ফোরাম এবং কমিউনিটিতে অংশগ্রহণ: একটা অপ্রচলিত কিন্তু কার্যকরী উপায়

কোরা বা Reddit-এর মতো সাইটে গিয়ে মানুষের প্রশ্নের উত্তর দেয়া আমার জন্য এক ধরনের মজার কাজ হয়ে দাঁড়িয়েছে। এতে শুধু সাহায্য করা হয় না, বরং আমার সাইটের লিঙ্ক শেয়ার করে আমি অনেক ভিজিটরও পেয়েছি। বিশেষ করে যখন আমি কোনো সমস্যার কার্যকর সমাধান দিয়েছি, তখন সেই মানুষগুলো আমার সাইটে ফিরে আসে।

৮. কনটেস্ট বা গিভঅ্যাওয়ে আয়োজন করুন: মজার মাধ্যমে ভিজিটর আনা

একবার আমি আমার সাইটে একটা ছোট কনটেস্ট আয়োজন করেছিলাম এবং ফলাফল ছিল অসাধারণ! মানুষজন আমার সাইটে অংশগ্রহণ করতে আসছিল আর এভাবেই আমার ওয়েবসাইটের ট্রাফিক বাড়ছিল। এটি শুধু ভিজিটরই আনে না, সাথে নতুন সাবস্ক্রাইবারও পাওয়া যায়।

এই উপায়গুলো আমি নিজে ব্যবহার করেছি এবং ফলাফলও পেয়েছি। আপনি যদি সময় এবং পরিকল্পনা নিয়ে এগুলোর মধ্যে কয়েকটি চেষ্টা করেন, আশা করি আপনার ওয়েবসাইটেও ভিজিটর বাড়তে থাকবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে কাজ করবে!

Exit mobile version